Home আন্তর্জাতিক সমকামিতার বিরুদ্ধে কঠোর মালয়েশিয়া

সমকামিতার বিরুদ্ধে কঠোর মালয়েশিয়া

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় কোনও সংস্থা বা ব্যক্তি দ্বারা সমকামিতা প্রচার করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানাল সেখানকার সরকার।
মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগ (জাকিম) জানিয়েছে, সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের যেকোনও বিষয়বস্তু শিশুদের বইয়ে অন্তর্ভুক্ত করা হলে তা হালকা ভাবে নেবে না সরকার।
ইসলামিক উন্নয়ন বিভাগের মহাসচিব হাকিমা মুহম্মদ ইউসুফ জানান, কিছুদিন আগেই এক মিডিয়া সংস্থার প্রকাশিত এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখানো হয়, শিশুদের বইয়ে সমকামী বিষয়বস্তু রয়েছে যা সমকামিতার সংস্কৃতিকে সমর্থন করে।
তবে তিনি এও জানান যে, ভিডিওটি বিদেশে রেকর্ড করা ও মালয়েশিয়ার স্থানীয় কোনও বইয়ের দোকানে এখনও পর্যন্ত এমন বই বিক্রি শুরু হয়নি।
হাকিমার কথায়, ‘এ ধরনের বই শুধুমাত্র সমকামী সংস্কৃতিকেই প্রচার করে না, এর পাশাপাশি এটি ধর্মীয় স্পর্শকাতর বিষয়েও আঘাত করে, দেশের আইন ও সংস্কৃতির লঙ্ঘন ঘটায়।’
তিনি জানান,  মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগ সর্বদা স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে দেশে সমকামী সংস্কৃতির প্রচার ও প্রসারের বিষয়গুলিতে কড়া নজর রাখছে।
এরই পাশাপাশি  অভিভাবকদের তাদের সন্তানদের ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন হাকিমা যাতে শিশুদের হাতে কোনও ভাবেই ইসলাম-বিরোধী ও নেতিবাচক বই না পৌছায়।
মালয়েশিয়ার আইনে বলা হয়েছে যে, এই ধরনের বইয়ের বিষয়বস্তু প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট ১৯৮৪ লঙ্ঘন করে। কারণ এটি জনশৃঙ্খলা, নৈতিকতা এবং জনস্বার্থের জন্য ক্ষতিকর বলে বিবেচিত।