বিজনেসটুডে২৪ ডেস্ক
ইসরাইলের অতর্কিতে আক্রমণ, আর পরিণতিতে মৃত্যুপুরী গাজা। আক্রান্ত শিশু, মহিলা সহ একাধিক মানুষ। ভয়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে তারা। বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় হাসপাতালের কাজ ব্যাহত হচ্ছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলে অনুপ্রবেশ করেছে এবং নজিরবিহীন হামলা চালিয়েছে। এর পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বৃহস্পতিবার এর পেছনে তার বাহিনীর ব্যর্থতা স্বীকার করেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্য বিবৃতি।
দক্ষিণ ইসরায়েল থেকে হালেভি বলেছেন, ‘আইডিএফ দেশ ও নাগরিকদের নিরাপত্তার জন্য দায়ী। শনিবার সকালে গাজা উপত্যকার আশপাশের এলাকায় আমরা তা দিতে পারিনি। আমরা শিখব, তদন্ত করব। কিন্তু এখন যুদ্ধের সময়।’