চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র
চট্টগ্রাম: জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নগরীর জেলা পরিষদ মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও কেক কাটেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আখতার উদ্দিন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দিদারুল আলম, দেলোয়ার হোসেন, প্রবীর কুমার ঘোষ, তফাজ্জল হোসেন, মনোয়ার হোসেন রুবেল, মো. ইলিয়াছ।
সভা শেষে প্রধান অতিথি সিটি মেয়র মো. রেজউল করিম চৌধুরী নেতা কর্মীদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন।
-সংবাদ বিজ্ঞপ্তি