বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প নিদারুণ সংকটে। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্দরের সব চার্জ ও ডেমারেজ চার্জ মওকুফের আহ্বান জানিয়েছেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে আজ বুধবার এ ব্যাপারে একটি পত্র দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বরাবরে দেয়া পত্রে তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে এবং কারখানা বন্ধ হচ্ছে। এ পর্যন্ত ১,৬৫০টি পোশাক শিল্প কারখানার ৩.২২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের রপ্তানি আদেশ বাতিল/স্থগিত করেছেন ক্রেতারা। তা আরও বাড়ছে।
পোশাক শিল্পের মালিকরা কারখানা চালু রাখা, মজুরি প্রদানসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটিসহ সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে লকডাউন আরো প্রলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রায় সব পোশাক কারখানা বন্ধ / ছুটি ঘোষণা করায় উৎপাদন কার্যক্রমসহ যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যা আরো দীর্ঘায়িত হবে আশংকা করা হয় পত্রে।
তিনি বলেন, পোশাক শিল্পের এই বিপর্যন্ত অবস্থা দীর্ঘস্থায়ী হলে তা কাটিয়ে উঠা অত্যন্ত দূরূহ হবে। আমদানি পণ্যের চালান খালাসে ফ্রি টাইম পরবর্তীতে বন্দরের প্রযোজ্য সকল চার্জ ও ডেমারেজ চার্জ মওকুফ করা এ শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে অত্যন্ত জরুরী ও ন্যায়সঙ্গত। এই প্রসঙ্গে তিনি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সংকট উত্তরণের সহায়তা প্রদানের বিষয়টি উল্লেখ করে বলেন চীন সে দেশের সকল চার্জ মওকুফ করেছে।
শিপিং এজেন্ট ও আইসিডি সমূহকে ডেমারেজ চার্জ মওকুফ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম।