Home আন্তর্জাতিক ইসরাইলে আল জাজিরা বন্ধ, বিল পাশ

ইসরাইলে আল জাজিরা বন্ধ, বিল পাশ

বিজনেসটুডে২৪ ডেস্ক

আগেই ঘোষণা হয়েছিল কাতারের প্রসিদ্ধ নিউজ চ্যানেল আল জাজিরাকে বন্ধ করে দেওয়া হবে ইসরাইলে। শুক্রবার আল জাজিরা সাময়িক বন্ধের জন্য বিল পেশ হল ইসরাইলের পার্লামেন্ট নেসেটে। ইসরাইলের তথ্য ও যোগাযোগ মন্ত্রী শালোমা কারহি এই বিল পেশ করার সময় বলেন, আলজাজিরা নিউজ চ্যানেলটি ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ইসরাইলের বিরুদ্ধে উসকানিমূলক সংবাদ পরিবেশন করছে। এই চ্যানেলটি হামাসের সন্ত্রাসের কাজ সমর্থন করছে আর ইসরাইলের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করেছে।

টাইমস অফ ইসরাইল জানায়, নিয়ম অনুযায়ী বিলটি ইসরাইলের নিরাপত্তা মন্ত্রক যাচাই করবে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিলটি পাস হয়ে গেলে অন্তত ৩০ দিন আল জাজিরার প্রদর্শন বন্ধ থাকবে ইসরাইলে, সেই সঙ্গে আল জাজিরার অফিস বন্ধ হয়ে যাবে আর কোনও সংবাদকর্মী এই দেশে থাকতে পারবে না। পরে এই বন্ধের সময় আরও বাড়াতে পারবে মন্ত্রিসভা।
উল্লেখ্য, আল জাজিরার উপর ইসরাইলের রাগ বহু দিনের। আল জাজিরার বিখ্যাত সাংবাদিক শিরিনকে হত্যা করেছিল ইসরাইলি সেনা। মুসলিম দুনিয়ায় আল জাজিরা আরবি চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয়। কাতারে এই চ্যানেলটির অফিস থাকলেও বিশ্বের বহু দেশে ছড়িয়ে রয়েছে এই চ্যানেলটির নেটওয়ার্ক।

সাংবাদিক শিরিন আবু আকলাহর হত্যার পর আল জাজিরা ইসরাইলের সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করে বিব্রত করে ইসরাইল সরকারকে রাখে। সম্প্রতি গাজার উপর ইসরাইলের বোমা বর্ষণের সময় যে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে আল জাজিরার দু’জন রয়েছে। অনেকেই সাংবাদিক হত্যাকে ইসরাইলের টার্গেট কিলিং বলে মনে করছে, কেননা ইসরাইল কখনোই নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না। সেজন্য সংবাদমাধ্যমকে টার্গেট করছে বলে মনে করছেন অনেকেই।