বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই স্থগিতাদেশ। এমনকি টুরিস্ট ও ভিজিট ভিসায় গিযে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তনের যে সুযোগ ছিল তাও বন্ধ করে দেয়া হয়েছে।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এর বিবৃতির উদ্ধৃতি দিয়ে মাস্কাটের বিভিন্ন সংবাদপত্রে এ প্রসঙ্গে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বলবৎ থাকবে।
এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে গিয়ে কর্মসংস্থান ভিসা নিতে পারতেন। এ সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যারা ওমানে অবস্থান করছেন তাঁদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরওপি।
বাংলাদেশে যেসব দেশ থেকে রেমিটেন্স আসে তারে অন্যতম ওমান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা যায়, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রবাসী আয়ের নবম বৃহত্তম উৎস ছিল মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ২০২১-২২ অর্থবছরে ওমান থেকে দেশে ৮৯ কোটি ৭৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। ২০২২-২৩ অর্থবছরে পরিমাণে কিছুটা কমলেও নবম স্থানেই ছিল ওমান। চলতি ২০২৩ সালে জানুয়ারি থেকে জুন সময়ে মোট জনশক্তি রপ্তানির হিসেবে ওমান তৃতীয়। ৭৬,৬৭৯ জন কর্মসংস্থানে গেছে সেখানে। আর তা এ সময়ে জনশক্তি রপ্তানির ১২.৪২ শতাংশ।
অপরদিকে, জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে দেশে যে রেমিটেন্স এসেছে তার ৪ শতাংশ এসেছে ওমান থেকে। মোট ৩৮৭.৮৭ মিলিয়ন মার্কিন ডলার এসেছে সেখান থেকে।