- মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: সেলিম উদ্দিন এফসিএমএ, এফসিএ।
- আন্তর্জাতিক বক্তা সিসেবে অনলাইনে যোগ দিবেন উচ্চ শিক্ষায় অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত রাশিয়ার প্রখ্যাত অধ্যপক ড. আয়সমন্তাস ব্রণিউস।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আগামী শনিবার “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই ব্যবসা এবং প্রযুক্তি উন্নয়ন” (আইএসএসবিটি ২০২৩) শীর্ষক প্রথম আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে নগরীর ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউ এস টি সি)তে। ১১টি দেশের অর্ধশতাধিক গবেষক, শিক্ষাবিদ এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন এই সেমিনারে।
ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউ এস টি সি) এর ব্যবসা প্রশাসন অনুষদের উদ্যেগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: সেলিম উদ্দিন এফসিএমএ, এফসিএ।
আন্তর্জাতিক বক্তা সিসেবে অনলাইনে যোগ দিবেন উচ্চ শিক্ষায় অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত রাশিয়ার প্রখ্যাত অধ্যপক ড. আয়সমন্তাস ব্রণিউস।
এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সেমিনারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বিএসআরএম, জিপিএইচ, এসএ গ্রুপ, মাইডাস, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, পদ্মা অয়েল সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।ই উএসটিসি ব্যবসায় অনুষদ প্রশাসনের ১০ জন শিক্ষক, বিবিএ থেকে ৩জন শিক্ষার্থী এবং এমবিএ থেকে ১০ জন শিক্ষার্থী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। ব্যবসায় অনুষদ প্রশাসনের সকল শিক্ষার্থী এবং ইউএসটিসি এর সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সেমিনারে উপস্থিত থাকবেন।
রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেনেগাল, তুরষ্ক , কাজাখস্তান, ভারত এবং বাংলাদেশ সহ ১১টি দেশের অর্ধশতাধিক গবেষক, শিক্ষাবিদ এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টবৃন্দ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
সেমিনারে অন্যতম পৃষ্টপোষকতা করছেন আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এলবিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এস এ গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল টোয়েন্টি ফোর, পূর্বকোণ, আজাদী।