Home Third Lead টানেলে মধ্যরাতে রেসিং: ৭ গাড়ি শনাক্ত, মামলা

টানেলে মধ্যরাতে রেসিং: ৭ গাড়ি শনাক্ত, মামলা

ছবি: ফেসবুক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বঙ্গবন্ধু টানেলে মধ্যরাতে কার রেসিং এর ঘটনায় ৭ গাড়িচালককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে নগরের কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (০১ নভেম্বর) রাতে মামলা করেন বঙ্গবন্ধু টানেলের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।

এজাহারে কারের নম্বর উল্লেখ করে ৭ কারের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ৭ প্রাইভেট কারের মধ্যে আছে- চট্ট মেট্রো-গ-১২-৯০৪৩, চট্ট মেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকা মেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকা মেট্রো-খ-১২-১৮১৪, চট্ট মেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্ট মেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকা মেট্রো-ভ-১১-০২১৭। মামলায় আরও  ৩ প্রাইভেট কারের চালকসহ তাদের সহযোগীদের আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বলেন, জড়িতদের  গ্রেপ্তার করে আইনের আওতায় আনার তঃপরতা চলছে। ’

গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধন করেন। পরের দিন জনসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি উন্মুক্ত করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে টানেলের ভেতরে অন্তত ১০টি গাড়ি রেসিংয়ে অংশ নেয়। এ সময় একটি গাড়ি আরেকটিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, টানেলে মোটরযানের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার।  প্রবেশ মুখ, ভেতরসহ বিভিন্ন দৃশ্যমান স্থানে গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটারের সাইনবোর্ড সাঁটানো রয়েছে। কিন্তু ২৯ অক্টোবর রাত অনুমান ১১টায় ক্রসিং এলাকায় ৭ থেকে ১০টি প্রাইভেটকার নিয়ে অজ্ঞাতনামা চালক এবং তাদের সহযোগী পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থানে সর্বোচ্চ গতিসীমা লংঘন করে। গাড়িগুলো রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে গাড়িগুলোর অজ্ঞাতনামা চালক টোল পরিশোধ করে রাত ১১টা ৫৫ মিনিটে টানেলের ভেতর প্রবেশ করে। রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।  টানেলের সিসিটিভি মনিটরিং কর্তৃপক্ষ ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সাতটি গাড়ির নম্বর শনাক্ত করে। আরও দুই-তিনটি প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, ঐদিন মধ্যরাতে টানেলের ভেতর কার রেসিং প্রতিযোগীতায় মেতে উঠেছিল দামি স্পোর্টস কার নিয়ে। বিপজ্জনক গতিতে গাড়ি চালায়। মোটর রেসের এমন বেশ কয়েকটি ভিডিও ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।