Home Second Lead বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ছুঁল ১৫৭

বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ছুঁল ১৫৭

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ছুঁল ১৫৭। আহতের সংখ্যা  কয়েক শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

নিহতদের মধ্যে জাজারকোটে ১০৫ জন এবং এবং রুকুম ওয়েস্টে ৫২ জন। জাজারকোটের ডিএসপি সন্তোষ রুকা সংবাদপত্রকে এ তথ্য জানিয়েছেন।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। অর্থাৎ তীব্রতার নিরিখে সেই ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী ছিল। এতে জাজারকোট ও রুকুম ওয়েস্টে ব্যাপক শত শত নারী-পুরুষ হতাহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে।  খবর স্থানীয় সংবাদপত্র হিমালয়ান টাইমসের।

রাজধানী কাঠমাণ্ডু থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৩৩১ কিমি দূরে অবস্থিত। আর ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পে উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। এইনিয়ে এক মাসের মধ্যে নেপালে তিনবার বেশ জোরালো ভূমিকম্প হল (ছোটখাটো ভূমিকম্প না ধরে)।৩ অক্টোবর দুপুরেও জোরালো ভূমিকম্প হয়েছিল হিমালয়ের কোল ঘেঁষা দেশে