Home Second Lead টমিনি ডেসটিনির পণ্য খালাস শুরু হচ্ছে

টমিনি ডেসটিনির পণ্য খালাস শুরু হচ্ছে

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বহির্নোঙরে অবস্থানরত  বাল্ক ক্যারিয়ার এমভি টমিনি ডেসটিনি থেকে পণ্য খালাস শুরু হচ্ছে আজ মঙ্গলবার। ইতিমধ্যে গ্যাং রওনা হয়ে গেছে।

শিপহ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠান এম এ কালাম সূত্র জানায়, অন্যান্য জাহাজ থেকে যেভাবে পণ্য নামানো হয় টমিনি ডেসটিনি থেকেও সে নিয়মে নামবে, ফ্লোটিং ক্রেন দিয়ে নয়। সন্ধ্যার মধ্যে গ্যাং পৌঁছে গেলে কাজ শুরু হবে।

জাহাজটি বহির্নোঙরে পৌঁছেছে এক সপ্তাহ। কিন্তু মাস্টার বিভিন্ন শর্ত দেয় পণ্য খালাসে। তাতে বিপত্তি তৈরি হয়। শেষ পর্যন্ত প্রচলিত নিয়মে জাহাজটির পণ্য নামবে।

মার্শাল পতাকাবাহী জাহাজটিতে রয়েছে সিটি গ্রুপের আমদানি করা ৫৫,২৩১ টন সয়াবিন দানা।

করোনাভাইরাস আশংকা শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরে ঝুঁকিমুক্ত ও নিরাপদ পরিবেশে পণ্য খালাসের সব ব্যবস্থা থাকা সত্ত্বে ভারতীয়  মাস্টার অহেতুক অজুহাত উত্থাপন করেন। এখানে করোনা ঝুঁকি রোধ ব্যবস্থা যথেষ্ট নয় বলে তিনি ভারত সরকারসহ বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানান। ঝুঁকির মধ্যে জাহাজ মালিক এবং চার্টারার পণ্য খালাসে তাকে বাধ্য করার তৎপরতা চলছে বলেও উল্লেখ করেন তিনি। মাস্টার রজনীশ শাহ এবং অন্যান্য নাবিক মিলে ভারত সরকার, নাবিক ইউনিয়ন  এবং হিউম্যান রাইটস এট সি’সহ বিভিন্ন সংস্থার কাছে জাহাজ মালিক টমিনি ট্রান্সপোর্টস এলএলসি, চার্টারার ওয়েস্টার্ন বাল্ক ক্যারিয়ার এ/এস’র বিরুদ্ধে অভিযোগ করেন।

ফ্লোটিং ক্রেন দিয়ে পণ্য খালাস করতে হবে, কোন স্টিভিডোরিং শ্রমিককে জাহাজে উঠতে দেয়া হবে না বলে জানানো হয় শিপিং এজেন্টকে।

শেষ পর্যন্ত মাস্টার তার দাবি থেকে সরে এসেছেন এবং বিধি মোতাবেক পণ্য খালাসে সম্মত হন।