Home চট্টগ্রাম অনুমান নয়, প্রমাণই বিজ্ঞান

অনুমান নয়, প্রমাণই বিজ্ঞান

বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিওরিটিক্যাল ফিজিক্স বিভাগের সাবেক চেয়ারম্যানপ্রফেসর ড. এম. আরশাদ মোমেন।

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান মেলায় প্রফেসর ড. এম. আরশাদ মোমেন

চট্টগ্রাম: নতুন নতুন আবিষ্কারসহ বিজ্ঞানের নানাবিধ ব্যবহার বিষয়ে নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে জানার এবং বিজ্ঞানের প্রতি তাদেরকে উৎসাহিত করার জন্য বিজ্ঞান মেলার বিকল্প নেই- এই ধারণায়  বৃহস্পতিবার পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞানমেলার। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলোকে বিভিন্ন প্রজেক্ট, সচেতনামূলক পোস্টার ও নানা মজার মজার উপস্থাপনার মাধ্যমে এ মেলায় অংশগ্রহণ করে।

প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খ্যাতিমান গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থিওরিটিক্যাল ফিজিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. এম. আরশাদ মোমেন।

প্রধান অতিথি বলেন, বিজ্ঞান একটি প্রামাণিক বিষয়, যেখানে ধারণা কিংবা সম্ভাবনা থেকে অনেক কিছুই শুরু করা যায়,  কিন্তু প্রমাণ করার মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়। তিনি শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে আসন্ন প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নিজেদের তৈরি করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রধান অতিথি মৌলিক গবেষণার ক্ষেত্রে কোন বিশেষ তত্ত্ব দ্বারা প্রভাবিত না হয়ে নতুন নতুন আবিষ্কারের পথে উন্মুক্ত ও উদার মন নিয়ে এগিয়ে যাওয়ার এবং নিজস্ব পদ্ধতিতে সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনের পরপরই দর্শনার্থী-অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। পিছিয়ে ছিল না ক্ষুদে শিক্ষার্থীরাও। দারুণ উৎসাহে প্রজেক্টগুলো ঘুরে দেখতে দেখা যায় তাদের। খুঁটি-নাটি জেনে নিতে প্রশ্নও করতে দেখা যায় এসব ক্ষুদে শিক্ষার্থীদের। মেলায় প্রদর্শিত হয় ২০৪টি প্রজেক্ট। স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ ছাড়াও বিশেষজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট এবং চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মোঃ গোলজার আলম আলমগীর, অন্য পরিচালকবৃন্দ, উপাধ্যক্ষগণ, বিজ্ঞান মেলার আহ্বায়ক মিসেস জাকিয়া খানমসহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

-সংবাদ বিজ্ঞপ্তি