Home Third Lead উত্তরাখণ্ডে টানেল বিপর্যয়, ৭ দিন ধরে আটকে ৪০ শ্রমিক

উত্তরাখণ্ডে টানেল বিপর্যয়, ৭ দিন ধরে আটকে ৪০ শ্রমিক

শুক্রবার হঠাৎই টানেলে উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। একটি পাহাড় ভাঙার শব্দ শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকলে। তবে শনিবার আরও আধুনিক ড্রিল মেশিন নিয়ে এসে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ।

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন হাইওয়ে টানেল ধসে পড়ার সাতদিনেও উদ্ধার করা যায়নি ৪০ শ্রমিককে। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত হয় একটি ড্রিল মেশিন।

শুক্রবার হঠাৎই টানেলে উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। একটি পাহাড় ভাঙার শব্দ শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকলে। তবে শনিবার আরও আধুনিক ড্রিল মেশিন নিয়ে এসে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। গত রবিবার এই বিপর্যয় ঘটে। তখন সেখানে ৪০ জন শ্রমিক আটকে ছিল। যদিও সরকারিভাবে জানানো হয়, শ্রমিকরা সকলেই সুস্থ রয়েছেন। তাদের কাছে পর্যাপ্ত খাদ্য এবং পানীয় জল দেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আটকে পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আশা হারাচ্ছেন। একজন শ্রমিকের ভাই বলেছেন, স্বাস্থ্যের অবস্থা আরও অবনতি হওয়ার আগে তাদেরকে দ্রুততার সঙ্গে উদ্ধার করা প্রয়োজন। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ সময় মাটির নিচে আটকা পড়ে থাকায় শ্রমিকদের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাদেরকে পুনর্বাসন জরুরি।

উল্লেখ্য, নির্মাণাধীন সিল্কইয়ারা টানেলে কাজ করার সময় এর একটি অংশ ধসে পড়ে ১২ই নভেম্বর। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৪০ নির্মাণ শ্রমিক। তাদেরকে উদ্ধারে ড্রিল করা হচ্ছে। কিন্তু এ সময় ধ্বংসস্তূপ তাদের ওপর পড়ে বিপদের আশঙ্কায় এ প্রক্রিয়া ধীর গতির করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড় রকম ফাটলের শব্দে অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। একটি সি-১৩০ হারকিউলিস সামরিক বিমানে করে ইন্দোর থেকে দ্বিতীয় একটি ড্রিল মেশিন এনেছে বিমান বাহিনী।