Home First Lead ২১ থেকে ২৮ দিনের মধ্যে মাজেদের ফাঁসি কার্যকর

২১ থেকে ২৮ দিনের মধ্যে মাজেদের ফাঁসি কার্যকর

বঙ্গবন্ধুর খুনি মাজেদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান,মৃত্যু পরোয়ানা জারির ২১ থেকে ২৮ দিনের মধ্যে মাজেদের ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

জানান, মৃত্যু পরোয়ানা কারাগারে গেলে তা মাজেদকে পড়ে শোনাবেন কারা কর্তৃপক্ষ। এরপর রাষ্ট্রপতির কাছে তার প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ আছে। তবে সেটা চাইবেন কিনা তা আসামির ব্যক্তিগত বিষয়।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত এই আসামিকে সোমবার দিবাগত রাতে  গ্রেফতারের পর মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে  ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে পেশ করার পর তার মামলার সমস্ত নথি দেখে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার না দেখানো পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে কাউন্টার টেরোরিজম। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেফতারের পর মাজেদ জানান, তিনি ২৪-২৫ বছর ধরে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি নিজেই বাংলাদেশে এসেছেন। তবে কবে এসেছেন সে সম্পর্কে কিছু বলেননি তিনি।