Home Second Lead বগুড়া বারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়

বগুড়া বারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়

নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান খান মুক্তা ও সাধারণ সম্পাদক জহুরুল হক জাফর

 সভাপতি পদেজাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মোঃ আতাউর রহমান খান (মুক্তা) ৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত মহাজোট প্যানেলের মোঃ গোলাম ফারুক পেয়েছেন ২৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী পরিষদের মোঃ জহুরুল হক (জাফর) ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট প্যানেলের জাকির হোসেন (নবাব) পেয়েছেন ৩০৪ ভোট।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বগুড়া: বগুড়া জেলা এডভোকেটস্ বার সমিতির ২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সমিতির গওহর আলী ভবনে  শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭ টা হতে বেলা ১ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

সভাপতি পদে মোঃ আতাউর রহমান খান (মুক্তা) ৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত মহাজোট প্যানেলের মোঃ গোলাম ফারুক পেয়েছেন ২৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী পরিষদের মোঃ জহুরুল হক (জাফর) ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট প্যানেলের জাকির হোসেন (নবাব) পেয়েছেন ৩০৪ ভোট।

সমিতির সদস্য ৮৬০ জন ভোটারের মধ্যে ৮২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অপর বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে মোঃ জাহিদুল হাসান (মুন্নু) ও মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে মাহফুজার রহমান মাসুদ ও মোঃ হেলাল উদ্দিন, লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমন( মিজান), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ ন ম বজলুর রশীদ (শহীদ)।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন যথাক্রমে নাসরিন আকতার জাহান (জেরিন), নুরুল ইসলাম আকন্দ, মোঃ নাজমুল হোসেন, মোঃ সাইফুদ্দীন (সাইফুল) ও মোঃ জাকারিয়া সরকার (ফেরদৌস)। এই নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলসহ ৩টি প্যানেল হতে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পূর্ণাঙ্গ প্যানেল দু’টি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত মহাজোট মনোনীত ফারুক-নবাব পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মুক্তা-জাফর পরিষদ।

বাম গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭ টি পদে পল্টু- ববি পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে ছিলেন একজন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ বগুড়া বারের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়ার সভাপতি এড. আলী আসগর ও সাধারণ সম্পাদক এড. মোজাম্মেল হক।

ফলাফল ঘোষণার পর বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতারা তাদের এই বিজয়কে ‘ভোট বিপ্লব’ আখ্যা দিয়ে দাবি করেছেন, বগুড়ার আইনজীবীরা ভোটের মাধ্যমে দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।