Home First Lead করোনাত্রাসেও মার্চে আমদানি-রপ্তানি বেড়েছে

করোনাত্রাসেও মার্চে আমদানি-রপ্তানি বেড়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনাভাইরাস ত্রাসে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা সত্ত্বেও মার্চে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বেড়েছে। জাহাজও এসেছে বেশি।

প্রধানত চট্টগ্রাম বন্দর দিয়ে সিংহভাগ আমদানি রপ্তানি হয়। পরিসংখ্যান পর্যালোচনায় বুঝা যায, ফেব্রুয়ারিতে আগের মাসের তুলনায় আমদানি রপ্তানি হ্রাস পেয়েছিল। মোট ৯৪ লাখ টন পণ্য হ্যান্ডলিং হয়েছে এ সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে। আর মার্চে মোট পণ্য হ্যান্ডলিং হয়েছে এক কোটি ৩ লাখ টন।

ফেব্রুয়ারিতে হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল জানুয়ারির তুলনায় ১৩.৭৪ শতাংশ কম। তবে, মার্চে ৯.২১শতাংশ বেড়েছে। মার্চে জাহাজ এসেছে ৩৬৬ টি। আর ফেব্রুয়ারিতে এসেছিল ৩৬৪ টি।

মার্চে আমদানির পরিমাণ ছিল ৯৬ লাখ টন। ফেব্রুয়ারিতে ছিল ৮৮.৪২ লাখ টন। চট্টগ্রাম বন্দর মার্চে রপ্তানি হ্যান্ডলিং ৬ লাখ ৬৩ হাজার টন। তা ফেব্রুয়ারিতে ছিল ৫.৫৭ টন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে এ প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ শিল্প-কারখানার কাঁচামালসহ বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারিতে তা ব্যাহত হয়েছে মারাত্মকভাবে। অন্যদিকে, রমজান মাসের বাড়তি চাহিদা লক্ষ্য রেখে ব্যবসায়ীরা চিনি, ছোলা, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আমদানি করেছেন অধিক। ফেব্রুয়ারির আটকে যাওয়া অনেক চালান গেছে পরের মাসে। এ কারণে ফেব্রুয়ারির তুলনায় মার্চে আমদানি-রপ্তানি বৃদ্ধি পেয়েছে।