Home Second Lead বন্দরের দু’হাজার শ্রমিককে সাইফপাওয়ারটেকের ত্রাণ

বন্দরের দু’হাজার শ্রমিককে সাইফপাওয়ারটেকের ত্রাণ

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ নিয়ে ফিরছেন এনসিটি সিসিটির শ্রমিকরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেক লিমিটেড নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ( এনসিটি ) ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল ( সিসিটি )তে নিয়োজিত অস্থায়ী শ্রমিকদের সহায়তায় এগিয়ে এসেছে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে।

টার্মিনাল দু’টিতে প্রায় দু’হাজার অস্থায়ী শ্রমিক। প্রতিদিন তাদের মধ্যে ২০০ জনকে ত্রাণ সামগ্রী দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে। ৫ কেজি চাল, কেজি আলু, কেজি ডাল, কেজি লবণ, ১টি করে সাবান দেয়া হচ্ছে প্রত্যেককে।

বৃহস্পতিবার প্রথমদিনে ২০০ শ্রমিককে দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা নিয়ে গেছেন ত্রাণ সামগ্রী।

বন্দর কর্তৃপক্ষের সদস্য ( প্রশাসন ও পরিকল্পনা ) জাফর আলম এবং সাইফপাওয়ারটেকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে দেয়া হবে অন্যদেরও।

সাইফপাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন জানান, আপাতত ১০ দিনের খাবার সামগ্রী দেয়া হচ্ছে প্রত্যেককে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এভাবে সহায়তা অব্যাহত থাকবে বলে জানালেন তিনি।

বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতিতেও সিসিটি এবং এনসিটি সচল রেখে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সাইফপাওয়ারটেক। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, গ্লাভস ব্যবহার, হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। নিয়োজিত রয়েছে চিকিৎসক টিম। নগরীর বিভিন্ন স্থান থেকে কর্মীদের আনার জন্য যানবাহনেরও ব্যবস্থা করা হয়েছে।