Home Second Lead ভারত থেকে আমদানি করা আলু বাজারে

ভারত থেকে আমদানি করা আলু বাজারে

ভারত থেকে আমদানি করা আলুভর্তি ট্রাক বেনাপোলে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: প্রথমবারের মত ভারত থেকে আলু আমদানি শুরু হলো। প্রথম চালানে আসা ৭৪ মেট্রিক টন আলু শনিবার খালাস শুরু হয়েছে বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট  থেকে। এতে খুচরা বাজারে আলুর দাম কমবে বলে আশা করা যাচ্ছে।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, প্রথম চালানে আসা আলু প্রতিটন ১৮০ মার্কিন ডলারে এসেসমেন্ট হয়েছে। সেই হিসেব টন প্রতি শুল্ক পড়েছে ৬,৬৮৯.৫০ টাকা। অর্থাৎ কেজিতে ৬.৭০ টাকা। সব মিলে আমদানিকারকের কস্টিং ২৯ টাকা প্রতি কেজি।

বাণিজ্য মন্ত্রণালয় ১২ আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দিয়েছে। এর আওতায় প্রথম চালানের ঐ আলু এসেছে ৩টি ট্রাকে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে বেনাপোল বন্দরে আলুর ট্রাক ৩টি প্রবেশ করেছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায়  এসেসমেন্ট হয়নি।  ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস থেকে এই আলু আমদানি করেছে ইন্ট্রিগ্রেটেড ফুড এন্ড বেভারেজ।