বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতে লোকসভা ভোটের আগে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার বেশ কয়েকটি প্রাচীন শহর, জেলার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। এবার ফিরোজাবাদের নাম পরিবর্তন করে চন্দ্রনগর করার প্রস্তাব পাশ হয়েছে সিটি কর্পোরেশনের সভায়।
উত্তর প্রদেশের আরও এক ঐতিহাসিক শহরের নাম বদল! এবার ফিরোজাবাদের নাম বদলের প্রস্তাব পাশ হল পুরনিগমের বৈঠকে। জানা গিয়েছে, প্রাচীন এই শহরটির নতুন নাম হবে চন্দ্রনগর।
সম্প্রতি, উত্তর প্রদেশের আলিগড়ের নাম বদলের প্রস্তাব পাশ হয়। আলিগড়ের বদলে নাম রাখা হচ্ছে হরিগড়। শহরের মেয়র প্রশান্ত সিংঘলের দাবি, সব কাউন্সিলার এই প্রস্তাবে সায় দিয়েছেন। একই দাবি করেছেন ফিরোজাবাদের মেয়র কামিনী রাঠোরও। নিয়ম অনুযায়ী, পুরনিগমের প্রস্তাব এবার রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।
এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছেন, প্রস্তাব এলে বিবেচনা করা হবে। নামের সঙ্গে ‘মুসলিম’ সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে। আর সেকারণে যেমন ভাবেই হোক সেই নাম পরিবর্তনে অনেকদিন থেকেই চেষ্টা চালাচ্ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । শেষমেশ নিজের সিদ্ধান্তেই অটুট থাকলেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষাপটে ঐতিহাসিক শহর ফিরোজাবাদের নাম বদলে চন্দ্রনগর হতে চলেছে।