Home সারাদেশ ৬ পা নিয়ে জন্মাল আস্ত বাছুর

৬ পা নিয়ে জন্মাল আস্ত বাছুর

ছবি সংগৃহীত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সংবাদদাতা: চার পায়ের গরু দেখতেই আমরা অভ্যস্ত। কিন্তু, ছয় পায়ের বাছুর দেখেছেন কখনও? শুনতে অবাক লাগলেও ছ’টি পা বিশিষ্ট এক বাছুরের জন্ম দিল এক গাভী। ঘটনাটি ঘটেছে নবাবগঞ্জে । ছয় পা বিশিষ্ট বাছুর জন্মের খবর মুহূর্তেই চাউর হয়ে যায় গোটা এলাকায়। অদ্ভূত দর্শন এই বাছুর দেখতে রীতিমতো ভিড় জমে যায় গরু মালিকের বাড়িতে।

শুক্রবার ভোররাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কৃষক মাহামুদুল হকের একটি গাভি বাছুরটির জন্ম দেয়। ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় বাছুরটির ছ’টি পা রয়েছে। কীভাবে এমন একটি বাছুরের জন্ম হল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

বাছুরটির অতিরিক্ত পা দুটি পিঠের ওপরে।  তবে, এটা স্বাভাবিকভাবে চলাফেরা করছে। গাভিটির এটাই প্রথম বাচ্চা। স্থানীয় মিজানুর আলম বলেন, লোকমুখে জানতে পারি, নওদাপাড়া গ্রামে ৬ পায়ের একটা বাছুর হয়েছে। তাই বাছুরটি দেখতে আসলাম। বাছুরটি দেখে খুব ভাল লাগলো।

আতাউল গনি নামের অপর একজন বলেন,বাছুরটি দেখতে অনেক সুন্দর এবং সুস্থ আছে। গরুর মালিক মাহামুদুল হক বলেন, ছোট থেকে গাভিটি অনেক যত্ন করে লালন-পালন করেছি।

তবে শুধু গরু নয়। মানুষের ক্ষেত্রে এরকম নজির অনেক দেখতে পাওয়া গিয়েছে। ভারতেও অতিরিক্ত হাত পা নিয়ে জন্ম হয়েছে শিশুদের। যা নিয়ে নানা অলৌকিক ধ্যান-ধারণাও ছড়িয়েছে মানুষের মধ্যে। যদিও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা কেবল একটা জন্মগত ত্রুটি। যার পোশাকি নাম পলিমেলিয়া। পলিমেলিয়া আদতে এমন একটি জন্মগত ত্রুটি যাতে আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক সংখ্যার চেয়ে বেশি অঙ্গ থাকে শরীরে।