Home আইন-আদালত রগ কাটার ঘটনায় প্রেমিকার মা’সহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রগ কাটার ঘটনায় প্রেমিকার মা’সহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আরিয়ান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নড়াইল: নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, এবারে এসএসসি পরীক্ষার্থী আরিয়ানের হাত-পায়ের রগ কাটার ঘটনায় ইউপি চেয়ারম্যান এবং স্কুল শিক্ষিকাসহ ৬ জনকে আসামি করে মামলা হয়েছে সদর থানায়। দাদি মাসুমা বেগম মামলাটি দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আরিয়ানের অবস্থা সংকাপন্ন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান  জানিয়েছেন, বৃহস্পতিবার দায়ের হওয়া মামলায় আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ , শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমানা পারভিন কেয়া, তুষার শেখ, রয়েল শেখ, কেয়ার বাড়ি গৃহপরিচারিকা নিশি, কেয়ার ছেলে মোস্তাইন হাবিব এলহানকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে বলে জানিয়েছেন ওসি।

শহরের মহিষখোলা এলাকার মোহাম্মদ মোল্যার ছেলে আরিয়ান। স্থানীয়সূত্রে জানা যায়, আলাদাতপুর এলাকার এক কিশোরীর সাথে দীর্ঘদিন ধরে আরিয়ানের প্রেম। আরিয়ানের চেয়ে কিশোরীর পরিবারের আর্থিক অবস্থা এবং প্রভাব-প্রতিপত্তি অনেক বেশি। প্রেমের বিষয়টি মেয়ের পরিবার ও আত্মীয়- স্বজন মেনে নিতে পারেনি। একদল সন্ত্রাসী মঙ্গলবার আরিয়ানকে বাসা থেকে প্রাইভেট কারে তুলে নিয়ে কাড়ারবিলের মাছের ঘেরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের রগ কেটে দেয়। দুহাতও বিচ্ছিন্ন করার চেষ্টা চালায়। মামলায় আসামি রোমানা পারভিন কেয়া আরিয়ানের প্রেমিকার মা।

মামলা সূত্রে জানা যায়, আরিয়ানের হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় আরিয়ান নিজেই অটোরিকশা করে নড়াইল সদর হাসপাতালে পৌঁছায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আরিয়ানকে যশোরে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক।