বিজনেসটুডে২৪ ডেস্ক
মাত্র ২৪ বছরেই মারা গেছেন মালয়ালাম সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মীকা সাজীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে লক্ষ্মীকা মারা যান। তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জানা গিয়েছে, তিনি শারজার একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল মালয়ালম শর্ট ফিল্ম কাক্কা যেখানে তিনি পঞ্চমীর প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রে তাঁর কাজের জন্য, তিনি দর্শক এবং সমালোচকদের থেকে সমানভাবে প্রশংসিতও হন।
লক্ষ্মীকা সজীবন কাক্কা ছবিতে একজন অবহেলিত মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ছবিতে, তাঁর চরিত্রটিকে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে। বড় দাঁত, কালো চামড়ায় বেশ দেখিয়েছে তাঁকে। যে কারণে তাঁর সঙ্গে সকলে, বন্ধু পরিবারও খারাপ আচরণ করে। কাক্কা আজু আজিশ পরিচালিত এবং ভেলিথিরা প্রোডাকশন, মইদিন প্রোডাকশন এবং এনএনজি ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল ছবিটি।
সিনেমাটিতে লক্ষ্মীকা ছাড়া আরও অভিনয় করেছেন গঙ্গা সুরেন্দ্রন, সতীশ আম্বাদি, শ্রীলা নালেদাম এবং ভিপিন নীল। রিপোর্ট অনুযায়ী, ছবিটি OTT অ্যাপ নিস্ট্রিম-এ ৬ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। এটি ১৪ এপ্রিল, ২০২১-এ মুক্তি পেয়েছে।