বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: মুড়িকাটা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে। প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে এই পেঁয়াজ আবাদ হয় প্রতি বছর। আর তা থেকে প্রায় ৮ লাখ টন পেঁয়াজ পাওয়া যায় বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে। এবছর গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে এবং তাতে উৎপাদন হবে প্রায় ৫০ হাজার টন।
কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: মুড়িকাটা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে এবং বাজারে থাকবে ৩ থেকে সাড়ে তিন মাস। এরপর মূল পেয়াঁজ আসা শুরু হবে এবং উৎপাদন হতে পারে প্রায় ২৬ থেকে ২৮ লাখ টন।