বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: সোমবার রাতে পানছড়িতে ব্রাশফায়ারে প্রসীতপন্থি ইউপিডিএফের ৪ নেতা নিহত হয়েছেন। সেখান থেকে ৩ জনকে অপহরণ করা হয়েছে। এই ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিকেকে দায়ী করেছেন প্রসীতপন্তীরা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, আজ ওই এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে যোগ দিতে এই চার নেতা সেখানে অবস্থান করছিলেন। রাত ১০টা ১১টারদিকে তাদের ওপর অতর্কিতভাবে হামলা করে হত্যা করা হয়। এ ঘটনায় ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। নিখোঁজরা অপহৃত হয়েছে তিনি আশংকা করছেন। নিহতরা হলেন— গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা, পিসিপির সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।
তাদের মধ্যে বিপুল চাকমার বাড়ি চেঙ্গী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধনপাড়ায়। সুনীল ত্রিপুরার বাড়ি মাটিরাঙা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যানপাড়ায়। লিটন চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কার্বারিপাড়ায়। রুহিন বিকাশ ত্রিপুরা পানছড়ির উপল্টাছড়ি ইউনিয়নের পদ্মিনীপাড়ায়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা। তিনি জানান, পাহাড়ে বেশ কয়েকটি সংগঠন রয়েছে। তাদের কেউ এ ঘটনা ঘটাতে পারে।
পানছড়ি থানার ওসি শফিউল লোগাংয়ের ঘটনা প্রসঙ্গে বলেছেন যে স্থানীয় জনপ্রতিনিধি চারজন নিহত হওয়ার ঘটনা জানিয়েছেন। ঘটনাস্থালে যাওয়ার পর বিস্তারিত জানা সম্ভব হবে।