Home সারাদেশ ৪ বউ নিয়ে তিনি ভাল আছেন

৪ বউ নিয়ে তিনি ভাল আছেন

জুয়েলের সংসার। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাজশাহী: এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল (২৮)। বাড়ি রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে। মা-বাবার একমাত্র সন্তান। বিয়ে করেছেন ৬টি। তাদের দুজন চলে গেছেন। একই ছাদের নিচে ৪ বউকে নিয়ে ভাল আছেন তিনি। ৩ সন্তান এবং বাবা-মাকে নিয়ে ৪ বউয়ের সংসার জুয়েলের।

যেখানে এক বউ নিয়ে অনেকেহিমশিম খান, সেখানে জুয়েল মন্ডল একই সঙ্গে ৪ বউ নিয়ে নির্বিবাদে কালাতিপাত করছেন। তিনি জানালেন, পেশায় পান বেপারি। তবে, কিছু স্টকের ব্যবসাও করেন। ফেসবুকসহ সোশ্যাল মাধ্যমে অথবা কর্মক্ষেত্রে পরিচয়ের সূত্রে ৬ নারীর সাথে তার বিয়ে। প্রথম বিয়ের পর পরবর্তীতে যে ৫ জন তার সাথে বিয়ে বসেছেন সবাই জেনে শুনে সংসার করতে এসেছেন। বউদের পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ নেই। চার বউ তার যত্ন নেন, খুব ভালোবাসেন তাকে। তারা হলেন- রিমা, রোপা, ময়না ও হাসি।

২০১২ সাল থেকে জুয়েলের বিয়ে করা শুরু। প্রেম করে প্রথম বিয়ে। কিন্তু সেই বউ ৩৬ দিনের সন্তান ফেলে চলে যান। দ্বিতীয়বারে বিয়ের পিঁড়িতে বসেন রিমার সাথে। এরপর রোপার সাথে বিয়ে। তারপর চতুর্থ বিয়ে। তবে, কিছুদিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এ পর্যায়ে বিয়ে হয় ময়নার সাথে। ময়নার পরে গত জুনে বিয়ে করেছেন হাসিকে। তিনি বিয়ে করার আগে বিধি মোতাবেক অন্য স্ত্রীদের সম্মতি নিয়েছেন বলে জানান। আরও জানালেন, ৪ বউয়ের কারও বিরুদ্ধে কারও কোন অভিযোগ নেই। মিলেমিশে আছে সবাই। অবশ্য, তার স্ত্রীরাও বললেন একই কথা। স্থানীয় লোকজনও বললেন যে জুয়েল বেশ ভাল আছে ৪ বউয়ের সংসারে।

জুয়েল কেন ৪ বউয়ের সংসার করছেন? জানালেন, প্রয়োজন তাই বিয়ে করেছেন। তাছাড়া, দেশের আইন এবং ধর্মীয় বিধি অনুসারে ৪ বিয়েতে কোন বাধা নেই।