Home আন্তর্জাতিক লোহিত সাগরে এবার জার্মান জাহাজে হুথি হামলা

লোহিত সাগরে এবার জার্মান জাহাজে হুথি হামলা

শুক্রবার হামলা হয়েছে এই জাহাজে। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শুক্রবার লোহিত সাগরে বাব আল মেন্দেব প্রণালীতে পণ্যবাহী একটি জার্মান কন্টেইনার জাহাজে হামলা করেছে।

জাহাজটির নাম আল জাসরাহ। ২০১৬ সালে তেরি জাহাজটি লাইবেরীয়ায় নিবন্ধিত। পারিবহন ক্ষমতা ১৪,৫০০ টিইইউস। হ্যাপাগ-লয়েডের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের একটি জাহাজে হামলা হয়েছে।’ জাহাজটি গ্রিক বন্দর পাইরাস থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি এখন তার গন্তব্যের দিকে যাত্রা করছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে বিভিন্ন দেশের জাহাজের ওপর ধারাবাহিকভাবে হামলা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা।