Home Second Lead এবার সোনার সঙ্গে বাড়ছে রুপার দামও

এবার সোনার সঙ্গে বাড়ছে রুপার দামও

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আবার বাড়ছে সোনার দাম। সেই সঙ্গে রুপার দামও বাড়বে। মঙ্গলবার থেকে কার্যকর হবে বাড়তি দর। দর বৃদ্ধির বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে সোনা ও রুপার দর সমন্বয় করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের সোনার পুনঃনির্ধারিত দর হবে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৭ টাকা।

২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা। রুপার দাম স্থিতিশীল ছিল অনেকদিন।সোমবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ১ হাজার ৭১৫ টাকা। রুপার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩৮৫ টাকা বাড়ানো হয়েছে। হলমার্ক করা ২১ ক্যারেট রুপার দাম ৩৭৩ টাকা বেড়ে ভরিপ্রতি ২ হাজার ৬ টাকা হয়েছে। ১৮ ক্যারেট রুপার দাম ভরিতে বেড়েছে ৩১৫ টাকা। তাতে এই মানের রুপার নতুন দাম হবে ভরি প্রতি ১ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার দাম ২৩৩ টাকা বেড়ে প্রতি ভরির দাম হবে ১ হাজার ২৮৩ টাকা।

বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় প্রধানত আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাজারের চাহিদা ও সরবরাহ, অর্থনৈতিক পরিস্থিতি ইত্যাদির উপর ভিত্তি করে। এই ধরনের কারণগুলির পরিবর্তন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোনার দামকে প্রভাবিত করে। অন্যান্য ধাতুর সাথে মিশ্রিত সোনার বিশুদ্ধতার পরিমাপ হল ‘ক্যারেটেজ’ । ২৪ ক্যারেট হল খাঁটি সোনা। তাতে অন্য কোন ধাতু নেই। আর স্বর্ণের সাথে অন্য কোন ধাতু না মিশ্রণ করলে তা কোনদিনও অলংকারে পরিণত হতে পারে না। তাই বাজারে ২৪ ক্যারেট স্বর্ণ পাওয়া গেলেও তা দিয়ে অলংকার তৈরি করা সম্ভব নয়। কারণ ২৪ ক্যারেট স্বর্ণ এতটাই নমনীয় হয়ে থাকে যে তা দিয়ে গহনা বা অলংকার তৈরি করতে গেলে তা সহজেই ভেঙে যায়।

২২ ক্যারেট সোনা বা গোল্ড, হল একটি সোনার মিশ্রণ রূপা যা, নিকেল, দস্তা এবং তামা সহ অন্যান্য ধাতু/ধাতুর দুটি অংশকে একত্রিত করে তৈরি হয়ে থাকে। ২২-ক্যারেট সোনা হল ২৪-ক্যারেট সোনার পরের সেরা মানের যাকে বলা যেতে পারে একেবারে সর্বোত্তম রূপ। গহনা এবং অন্যান্য সোনার জিনিস তৈরিতে সর্বাধিক ব্যবহৃত সোনা হল ২২ ক্যারেট সোনা। ২২ ক্যারেট স্বর্ণে সাধারণত ৯১.৬৭% বিশুদ্ধ সোনা উপলব্ধ এবং বাকি ৮.৩৩% থাকে অন্যান্য ধাতুবিশেষ।

১৮ ক্যারেট সোনা তাদের জন্য সেরা পছন্দ হয়ে উঠতে পারে যারা অনেকটা বেশি পরিমাণ সোনার পাশাপাশি উচ্চ নমনীয়তা এবং স্বর্ণের দীর্ঘস্থায়িত্ব পছন্দ করেন। সাধারণত বাজারে স্বর্ণ অলংকার তৈরীর পক্ষে সবচেয়ে কম ক্যারেট স্বর্ণ হল ১৮ ক্যারেট স্বর্ণ। তাই তুলনামূলক ১৮ ক্যারেট স্বর্ণের দাম অনেকটাই কম হয়ে থাকে। স্বর্ণের দাম নির্ধারিত হয়ে থাকে স্বর্ণের বিশুদ্ধতার উপর এবং সেই অলংকারে স্বর্ণের ভাগ কতটা রয়েছে তার ওপর ভিত্তি করে।

১৮ ক্যারেট স্বর্ণে ৭৫% খাঁটি সোনার সাথে ২৫% অন্যান্য ধাতু যেমন তামা, রূপ ইত্যাদি মিশ্রিত হয়ে থাকে যা এই ধরনের সোনাকে ২৪k,২৩k,২২k, ২১k এবং ১৯ ক্যারেট সোনার চেয়ে কমদামি করে তোলে।