বিজনেসটুডে২৪ ডেস্ক
দিবাগত রাতটি হতে যাচ্ছে বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য বছরের দীর্ঘতম রাত। রাত যেন কাটতেই চাইবে না। এছাড়া আগামীকাল (২২ ডিসেম্বর) হবে বছরের ক্ষুদ্রতম দিন। দিনের আলো ফুরিয়ে যাবে খুব তাড়াতাড়ি।
২১ ডিসেম্বর বছরের দীর্ঘতম রাত হতে চলেছে। কেন ২১ তারিখ বছরের দীর্ঘতম রাত তা জানতে হলে সেই ছোটবেলার ভূগোল বইয়ের পাঠে ফিরে যেতে হবে। জানতে হবে সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের গতিপ্রকৃতি। পাঠ্যবইতে দীর্ঘতম দিন এবং দীর্ঘতম রাতের কথা আমরা পড়তাম। ২১ জুনকে বছরের দীর্ঘতম দিন বলা হয়, আর দীর্ঘতম রাত হল ২১ ডিসেম্বর। এই দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে।
কেন রাত সবচেয়ে বড় হয়, এর বৈজ্ঞানিক ব্য়াখ্যা আছে। আমরা জানি ঋতু ছ’টা। ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময়কালও বদলায়। বছরের ৩৬৫ দিন কখনও সমান থাকে না। কখনও দিন বড় রাত ছোট হয়, আবার কখনও তার উল্টো। ঠিক এভাবেই বছরে এমন একটা দিন আসে যেখানে দিন সবচেয়ে ছোট হয়, এবং রাত সবচেয়ে বড়। আবার এর উল্টোটাও হয়।
সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনও উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আছে, আবার কখনও দক্ষিণ গোলার্ধ। ২১ জুন দিনটাতে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে। তাই সূর্যের রশ্মি দীর্ঘসময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। সূর্য এদিন কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়। তাই মনে হয় দিন শেষই হচ্ছে না। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলিতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছয়। এর ফলে এই সময়কালে সেইসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ‘সামার সলসটিস’ (Summer Solstice 2023) বা উত্তরায়ণ। এর পর থেকে দিন ছোট হয়ে শুরু করে।
কতবার এই দক্ষিণায়ন হয়? বছরে দু’বার দক্ষিণায়ন হয়। উত্তর গোলার্ধে গরমকালের সময় (জুনে) ২০-২১ জুন দক্ষিণায়ন হয় এবং শীতের সময় (ডিসেম্বর) ২১-২২ ডিসেম্বরে দক্ষিণায়ন হয়। নাসার মতে, দক্ষিণায়নে, সূর্যের পথটি উত্তর বা দক্ষিণে সবচেয়ে দূরে প্রদর্শিত হয়, তবে তা নির্ভর করে আপনি কোন গ্রহের অর্ধেকে বাস করেন। পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কারণ গ্রহটি সূর্যের চারপাশে ভ্রমণ করার সময় তার অক্ষের উপর সামান্য হেলে থাকে। জুন মাসের দক্ষিণায়নের সময়, উত্তর গোলার্ধ সবচেয়ে বেশি সূর্যের সরাসরি রশ্মি পায়, যার কারণে এখানে উষ্ম তাপমাত্রা থাকে এবং দক্ষিণ গোলার্ধ সেই সময় কম সূর্যের আলো পাওয়ার জন্য সেখানে শীতকাল থাকে। যখন উত্তর গোলার্ধে ২১, ২২ ডিসেম্বর তার সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাতের অভিজ্ঞতা হয়, তখন দক্ষিণ গোলার্ধ তার দীর্ঘতম দিন এবং সবচেয়ে ছোট রাত অনুভব করবে। প্রসঙ্গত, পৃথিবী তার অক্ষের উপর সাড়ে তেইশ ডিগ্রি হেলে আছে। এ কারণে সূর্যের দূরত্ব পৃথিবীর উত্তর গোলার্ধের চেয়ে বেশি হয়ে যায়। যাইহোক, সমস্ত গ্রহ তাদের কক্ষপথে সামান্য হেলে রয়েছে।