Home First Lead কলমানি রেট ১১ বছরে সর্বোচ্চ

কলমানি রেট ১১ বছরে সর্বোচ্চ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: কলমানি বাজারে সুদহার ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে গত বৃহস্পতিবার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানা যায়, ব্যাংকগুলো কলমানি বাজার থেকে এইদিন ৩ হাজার ১৮৭ দশমিক ৪২ কোটি টাকা ঋণ নিয়েছে। গড় সুদহার ৯ দমমিক ১৩ শতাংশ।

২০১৩ সালের পর থেকে এত চড়া সুদহার কখনও হয়নি। এর আগে ২০১২ সালের পুরো বছরের কলমানির গড় সুদহার ছিল ১২ দশমিক ৮২ শতাংশ। গত জুনে গড় কলমানি রেট ছিল ৬ দশমিক ৫ শতাংশ এবং  জুলাইয়ে তা বেড়ে হয় ৬ দশমিক ৪২ শতাংশ।

দৈনন্দিন চাহিদা মেটাতে এক ব্যাংক একদিনের জন্য অন্য ব্যাংক থেকে টাাক ধার নেয়। যে সুদ হারে এই টাকা ধার নেয়া হয় সেটা  কলমানি রেট।

ব্যাংকাররা জানান, ব্যাংকে যখন টাকার সংকট হয় অর্থাৎ তারল্য সংকট যখন বাড়ে তখন এর সুদহারও বেড়ে যায়। আবার তারল্য সংকট কমে এলে এর সুদহার কমে যায়। ১৯৮০-র দশকের গোড়ার দিকে চালু হয় কলমানি বাজার । উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাংকগুলো গ্রাহকের পর্যাপ্ত আমানত পাচ্ছে না। অন্যদিকে ব্যাংকগুলোর ব্যাপক নগদ তারল্য ডলার কিনতে কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। এ কারণে বেড়ে গেছে কলমানি মার্কেটে সুদের হার। মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক এ বছর পলিসি রেট বা রেপো রেট—যে সুদহারে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুগুলোকে ধার দেয়—কয়েক দফায় বাড়িয়েছে। এসব কারণে ব্যাংকগুলোর ফান্ড কস্ট বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে কলমানি বাজারে।