দার্জিলিং: পাহাড়ে সংগীত চর্চাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মেলো টি ফেস্টের আয়োজন করেছে দার্জিলিং পুলিশ। শুক্রবার দার্জিলিং ম্যালের চৌরাস্তায় এই উৎসবের উদ্বোধন করেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনীত থাপা। তিনদিনের এই ফেস্টের শেষদিন অর্থাৎ ২৪ ডিসেম্বর দার্জিলিং হিল ম্যারাথন অনুষ্ঠিত হবে। দার্জিলিং পুলিশ প্রতি বছরই হিল ম্যারাথনের আয়োজন করে।
বিভিন্ন জনজাতির নিজস্ব রীতির সংস্কৃতি নিয়ে সারা বছর চর্চা করে। পাশাপাশি তরুণ প্রজন্ম প্রচুর ছোট ছোট ব্যান্ড তৈরি করে বছরভর সংগীত চর্চা করছে। পাহাড়ের প্রচুর ছেলেমেয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে ব্যান্ডে যেমন কাজ করেন পাশাপাশি সংগীত শিল্পীদের সঙ্গেও কাজ করছেন। পাহাড়ের এই সংগীত চর্চাকে তুলে ধরতেই দার্জিলিং পুলিশের এই মেলো টি ফেস্টের আয়োজন। এখানে পাহাড়ের প্রসিদ্ধ চায়ের সঙ্গেও সংগীতকেও তুলে ধরা হচ্ছে।
দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, এই উৎসবে পাহাড়ের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। ম্যালের চৌরাস্তায় আয়োজিত এই উৎসবে দার্জিলিংয়ের প্রসিদ্ধ কমলালেবু ও চা নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, ‘পাহাড়ে গান-বাজনার ভালো চর্চা রয়েছে কিন্তু প্রচারের অভাবে পর্যটক থেকে দেশ-বিদেশের মানুষ সেসব জানতে পারেন না। আমরা তাই একটা মঞ্চ তৈরি করে দিতে চেয়েছি।