বিজনেসটুডে২৪ ডেস্ক
ভয়ঙ্কর সুনামির সতর্কতার মধ্যে জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষে আগুন জ্বলছে। তবে, কেউ হতাহত হয়নি।
জানা যায়, একই সময় পাশাপাশি চলে আসে দুই বিমান। বিপদ এড়ানো যায়নি। দুই বিমানই ধাক্কা মারে একে অপরকে। তীব্র সংঘর্ষে আগুন জ্বলে যায় একটি বিমানে।
জানা যায়, ব্যাঙ্ককগামী জাপান এয়ারলাইন্সের বিমান টেক অফ করার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়েই রানওয়েতে দাঁড়িয়ে ছিল উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান। দু’টি বিমানের ধাক্কা লাগে। কীভাবে একই সময় দুটি বিমান রানওয়েতে পাশাপাশি চলে এল তা যানা জায়নি।
একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা জাপানি উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপানি এয়ারলাইন্সের বিমানটির সংঘর্ষ হয়। তা থেকেই আগুন ধরে যায় বিমানটিতে। যাত্রীবাহী বিমানটিতে যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে মোট ৩৭৯ জন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, যাত্রীবাহী বিমানটির নীচের অংশে দাউদাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত বিমানটি থেকে ধীরে ধীরে যাত্রীদের নামিয়ে আনা হয়। তারপর শুরু হয় আগুন নেভানোর কাজ।
JAPAN FLIGHT CRASHES INTO PLANE WITH 350+ PASSENGERS IN TOKYO #Japan #Tokyo #Planecrash pic.twitter.com/VMb3hxIAkE
— Shadab Javed (@JShadab1) January 2, 2024