Home Second Lead কেবল ভ্যাকসিনেই সম্ভব মহামারী থামানো: আন্তেনিও

কেবল ভ্যাকসিনেই সম্ভব মহামারী থামানো: আন্তেনিও

আন্তেনিও গুয়াতেরেস

বিজনেসটুডে২৪ ডেস্ক

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও বুধবার এক  ভিডিও কনফারেন্সে বলেছেন, “সুরক্ষিত ও মানুষের জন্য পুরোপুরি নিরাপদ কোনও ভ্যাকসিনই পৃথিবীকে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। কোটি কোটি মানুষের প্রাণ বাঁচবে। অর্থের অপচয় বন্ধ হবে, অর্থনীতির ভাঙন থামবে।”

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়েই ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে।

আন্তেনিও বলেছেন, বিশ্বের সবদেশের রাষ্ট্রনেতা, শিল্পপতিদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। গবেষণার জন্য ফান্ড জড়ো করতে হবে। ২০২০ সালের শেষেই যদি ভ্যাকসিন হাতে চলে আসে, তাহলেই এই মহামারীকে থামানো সম্ভব।

জাতিসংঘের রিপোর্টে আগেই বলা হয়েছিল, করোনাভাইরাস মহামারীর জেরে বিশ্ব অর্থনীতির ক্ষতি হবে হাজার হাজার কোটি ডলার। এর ফলে সবচেয়ে বিপদে পড়বে উন্নতিশীল রাষ্ট্রগুলি। বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষই বাস করেন উন্নতিশীল দেশগুলোয়। এই জটিলতার মোকাবিলা করা যাবে যদি গোটা বিশ্ব এক হয়ে হয়ে চলার শপথ নেয়, বলেন  মহাসচিব আন্তোনিও।

বলেন, করোনাভাইরাসের সংক্রমণ শুধু মানুষকে নয়, তার সমাজকেও তছনছ করে দিচ্ছে। স্বাস্থ্য বিপর্যয় শুধু নয়, মানবসভ্যতার বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। মারণ ভাইরাসকে থামাতে গেলে দরকার তার উপযুক্ত প্রতিষেধক। তার জন্য সুরক্ষিত ও নিরাপদ ভ্যাকসিন দ্রুত প্রয়োজন।

একমাত্র  ভ্যাকসিনেই রোখা যাবে অতিমহামারী। বাঁচবে মানবসভ্যতা, স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্ব, এমনটাই বললেন মহাসচিব আন্তেনিও গুয়াতেরেস।