Home চট্টগ্রাম ৪ কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

৪ কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

ছবি সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা একটি ফাইটে তল্লাশি চালিয়ে সাড়ে চার কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক দাম চার কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টা ৭ মিনিটে বাংলাদদেশ বিমানের ফাইটটি (বিজি-১৫২) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান জানিয়েছেন, ফ্লাইটের ১৯-এ, ১৮-বি, ১৭-বি ও ১১-ই আসনের লাইফ জ্যাকেটের মধ্যে কৌশলে সোনার গয়নাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশিতে ৬৯টি চুড়ি, ১১টি চেইন, তিনটি লকেট ও দু’টি রিং পাওয়া যায়। বাংলাদেশ জুয়েলারি সমিতির স্বর্ণকার পরীক্ষা করে সেগুলো ২৪ ক্যারেটের সোনা বলে জানিয়েছেন।
ঘোষণা না দিয়ে আনা স্বর্ণালঙ্কারের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।