বিজনেসটুডে২৪ ডেস্ক
আমেরিকাজুড়ে বিরাজ করছে চাকরি হারানোর আতংক। যারা বড় বড় কর্পোরেট হাউজে কাজ করেন এমন বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলো বছরের শুরুতেই ছাঁটাইএর ঘোষণা দেয়ায় এই আতংক ছড়িয়ে পড়েছে। কারণ এইসব স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে চাকরি হারালে নতুন করে সমমানের কাজ পাওয়া এই সময় খুব সহজ নয়।
বৃহস্পতিবার ফর্বস ম্যাগাজিন খবরটি দিয়ে যেসব কোম্পানি লোক ছাঁটাই করছে তাদের নাম উল্লেখ করেছে। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে গুগল, সিটি গ্রæপ, মেসি’স, ব্ল্যাক রক, জেরোক্স, আমাজন ইত্যাদি।
ফর্বস বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিস্তৃত ব্যবহার কোম্পানিগুলোকে ব্লু কলার হলেও অপ্রয়োজনীয় কর্মীদের ছাঁটাই করতে বাধ্য করছে। এই ব্লু কলার কর্মী ছাঁটাইএর প্রবণতা যেমন আমেরিকার অর্থনীতিকে সংকুচিত করবে তেমনই নতুন গ্রাজুয়েট বা গ্রাজুয়েট হতে যাচ্ছে যারা তাদের মধ্যে হতাশার সৃষ্টি করবে বলে বলছে ফর্বস।
কেবল জানুয়ারির প্রথম তিন সপ্তাহেই ৫৮টি টেক কোম্পানি সব মিলিয়ে ৭,৭৮৫ কর্মীকে লেঅফ করেছে। ২০২৩ সালে কেবল টেক কোম্পানিগুলো ২৬০,০০০ কর্মী লে-অফে পাঠিয়েছে বলে জানিয়েছে ফর্বস। তারা বলছে ২০২৪ সালে আরো বেশি সংখ্যক মানুষ কাজ হারাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। কোম্পানিগুলো বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে বিপুল সংখ্যক কর্মীকে লে-অফ করে তাদের ব্যয় কমাতে পারছে।
৭১% কোম্পানির এক্সিকিউটিভরা বলছেন, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আরো বাড়িয়ে দিয়ে কর্মী সংখ্যা কমিয়ে আনবেন।