বিজনেসটুডে২৪ ডেস্ক
শরিয়াহ আইন অনুযায়ী মদ্যপান পাপ। যে কারণে সৌদি আরবে মদ বিক্রি নিষিদ্ধ। সেই রক্ষণশীলতার পর্দা সরিয়ে শিগগিরই সৌদি আরব তাদের রাজধানী রিয়াদে বিভিন্ন দেশের অ-মুসলিম কূটনীতিবিদদের জন্য চালু করছে মদের দোকান। যদিও এ বিষয়ে সৌদি প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানই দীর্ঘদিনের রীতি ভেঙে দেশে প্রথম মদের দোকান খোলার অনুমতি দিয়েছেন। রাজধানী রিয়াদেই ওই মদের দোকান চালু হচ্ছে।
নতুন এই মদের দোকানটি রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে অবস্থিত। এই এলাকার আশপাশে দূতাবাস ও কূটনীতিকদের অবস্থান। তবে এই দোকান অমুসলিমদের জন্য ‘কঠোরভাবে রেস্ট্রিকেটেড’ থাকবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পদক্ষেপটি বাস্তবায়িত হতে যাচ্ছে। ইসলাম ধর্মে মদপান নিষিদ্ধ। আর সৌদি আরব ও একটি রক্ষণশীল দেশ। দেশটি সম্প্রতি পর্যটন ও ব্যবসার দিকে বেশি নজর দিয়েছে। এসকল পরিকল্পনা মূলত সৌদি আরবের ভিশন-২০৩০ এর অংশ। এর মাধ্যমে তেল সমৃদ্ধ দেশটি তার অর্থনীতি পর্যটন ও ব্যবসা নির্ভর করার উদ্যোগ হাতে নিয়েছে।
সৌদি প্রশাসনের পক্ষ থেকে বিদেশি দূতদের মদ কেনার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। প্রথমে ওই মোবাইল অ্যাপে বিদেশি অ-মুসলিম কূটনীতিবিদদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। আবেদনকারীদের সৌদি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মদ কেনার জন্য বিশেষ ছাড়পত্র কোড দেওয়া হবে। সেই সঙ্গে প্রতি মাসে মদের একটি নির্দিষ্ট বরাদ্দও অনুমোদন করা হবে। ওই ছাড়পত্র দেখালেই মিলবে মদ। যাতে কূটনীতিবিদ ছাড়া অন্য কোনও বিদেশি নাগরিক ওই দোকান থেকে মদ কিনতে না পারেন তার জন্য বিশেষ নজরদারি চালানো হবে। বিভিন্ন দেশের দূতাবাসের জন্য নির্ধারিত জায়গাতেই খোলা হচ্ছে ওই দোকান।