বিজনেসটুডে২৪ প্রতিনিধি
দিনাজপুর: বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে শনিবার ৪ ট্রাকে প্রায় ১০০ টন আলু এসেছে হিলিতে। প্রতিটনের আমদানি মূল্য ১৫৫ মার্কিন ডলার। আমদানির সংবাদে দাম কমতে শুরু করেছে।
দেশে তৃতীয়বারের মত আলু আমদানি হচ্ছে। এবারে ৫২টি প্রতিষ্ঠান ৩২ হাজার টন আমদানির অনুমতি পেয়েছে। শনিবার প্রথম চালানে মুক্তা এন্টারপ্রাইজের আলু্ এসেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি হচ্ছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ২০ টাকা থেকে ২৫ টাকায় কেজি বিক্রি সম্ভব হবে বলে আমদানিকারকদের অনুমান।
হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। হিলি বাজারে গত কয়েক দিন আলু ৩৫ টাকা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ২৫ টাকা দরে কেজি বিক্রি হয়েছে গতকাল।
কাঁচামাল বিক্রেতারা জানান, বাজারে দেশি আলুর আমদানি বৃদ্ধি ও ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় আলুর দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে গেছে।
হিলি স্থল বন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বন্দর দিয়ে ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানি করা হবে। আমদানি করা আলু বাজারে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হবে।
ঘাটতির অজুহাতে দেশে আলুর দাম বেড়ে গেলে, বাজার নিয়ন্ত্রণে গত বছরের ৩০ অক্টোবর সরকার আমদানির অনুমতি দেয়। আমদানির মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। ১৫ ডিসেম্বর থেকে বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন করে আমদানি শুরুর খবরে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে।