Home কলকাতা ৪ মাস বয়সে ২৪০ কোটি টাকার শেয়ারের মালিকানা

৪ মাস বয়সে ২৪০ কোটি টাকার শেয়ারের মালিকানা

নারায়ণ মূর্তি

ভারতের কনিষ্ঠতম কয়েকশো কোটিপতির নাম জানেন? সোমবার সেই মুকুট মাথায় উঠল মাত্র চার মাস বয়সি একাগ্র রোহন মূর্তির মাথায়। আর হবে নাই বা কেন! ঠাকুরদার নাম যে ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। যিনি এদিন ২৪০ কোটি টাকা মূল্যের শেয়ার ‘উপহার’ দিলেন ছেলের ঘরের নাতি একাগ্রকে। শেয়ার বাজারে কোম্পানির তরফে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের ০.০৪ শতাংশ অর্থাৎ ১,৫০০,০০০ শেয়ারের মালিক এখন খুদে একরত্তি একাগ্র।

প্রসঙ্গত, নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তি গত নভেম্বরে ঠাকুরদা-ঠাকুমা হন। ছেলে রোহন মূর্তি এবং পুত্রবধূ অপর্ণা কৃষ্ণন পুত্র সন্তানের জন্ম দেন। এ নিয়ে তৃতীয়বার উত্তরাধিকারের মুখ দেখলেন মূর্তি দম্পতি। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং অক্ষতার দুই মেয়ের দাদু-দিদিমা হয়েছেন নারায়ণ ও সুধা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছেন রোহন মূর্তি। তাঁর স্ত্রী অপর্ণা প্রাক্তন নৌবাহিনীর আধিকারিক কে আর কৃষ্ণণ এবং প্রাক্তন স্টেট ব্যাঙ্ক কর্মী সাবিত্রীর কন্যা। ভারতে পড়াশোনা শেষ করে তিনি কানাডায় উচ্চশিক্ষার জন্য যান। ২০১৯ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ে হয়েছিল। উল্লেখ্য, রোহনের এটা ছিল দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল টিভিএস মোটর্সের চেয়ারম্যান বেণু শ্রীনিবাসনেরর মেয়ের সঙ্গে। ২০১৫ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।