Home Second Lead সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান আ. সাত্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: কৃষক নির্যাতনকারি সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি হলেন নাটোরর জেলার লালপুর  উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুস সাত্তার। পাবনার ইশ্বরদী থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

ত্রাণের জন্য ৩৩৩ নম্বরে ফোন করেছিলেন সেখানকার কৃষক শহিদুল ইসলাম (৫৫)। উপজেলা প্রশাসনের নির্দেশ সত্ত্বেও ত্রাণ দেয়া হয়নি শহীদুলকে। উল্টো ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান ও তার চেলাচামুন্ডারা প্রহার করেন।

কৃষক শহিদুল ইসলাম (৫৫) সরকারি সেবা হট নম্বরে ফোন দিয়ে জানিয়েছিলেন যে করোনা সংক্রমণ পরিস্থিতিতে এই গ্রামের অনেক কৃষক কর্মহীন হয়ে খাদ্য সংকটে রয়েছেন। জ্ঞাত হয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বাণীন দ্যুতি  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সাত্তারকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজা ও জনৈক রুবেল গত রবিবার কৃষক শহিদুলকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে প্রহার করেন। বুধবার লালপুর থানায় মামলা হয় এ ব্যাপারে। সেই মামলায় আজ শুক্রবার গ্রেপ্তার করা হল।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, অভিযুক্ত ইউপি সদস্য মো. রেজা এবং কৃষক নির্যাতনের সহযোগী মো. রুবেলকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

১৩ এপ্রিল সকালে নির্বাহী অফিসার উম্মুল বাণীন দ্যুতি  কৃষক শহিদুলের বাড়িতে গিয়ে ত্রাণ দেন এবং সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। ওইদিন চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩৪ ধারায় ক্ষমতার অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কাজ করার অভিযোগে কারণ-দর্শানোর নোটিশ দেয়া হয়।