Home First Lead পরিস্থিতি সামলাতে আবারও স্টোররেন্ট মওকুফ ঘোষণা বন্দরের

পরিস্থিতি সামলাতে আবারও স্টোররেন্ট মওকুফ ঘোষণা বন্দরের

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সাধারণ ছুটির মধ্যে চট্টগ্রাম বন্দরে অবতরণ করা কন্টেইনার সোমবারের মধ্যে ডেলিভারি নেয়া হলে সেক্ষেত্রে শতভাগ স্টোর রেন্ট মওকুফ করা হবে।

বন্দর কর্তৃপক্ষ আজ শনিবার এ ঘোষণা দিলো। কন্টেইনার জটের নজিরবিহীন সংকটের মধ্যে পরিচালক (পরিবহন) মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বন্দর সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনায় বেশ বুঝা যায় যে ভয়াবহ সংকটে জাহাজ থেকে কন্টেইনার খালাস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইয়ার্ডের কোথাও আর কোন জায়গা নেই কন্টেইনার রাখার। কন্টেইনার খালাস চলছে নামেমাত্র।

ইয়ার্ডে কন্টেইনার ধারণক্ষমতা ৪৯হাজার ১৮ টিইইউস। শুক্রবারে ছিল ৪৮ হাজার ৮৪৯ টিইইউস। শনিবার অবশ্য সামান্য কমেছে। রয়েছে ৪৮ হাজার ৪৬৪ টিইইউস।

এই সংকটের মধ্যে আবারও শতভাগ স্টোর রেন্ট মওকুফের ঘোষণা দেয়া হলো শনিবার। এতে বরা হয়, সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মধ্যে অর্থাৎ ২৭ মার্চ থেকে অবতরণ করা কন্টেইনার ২০ এপ্রিলের মধ্যে ডেলিভারি নেয়া হলে সমূদয় স্টোর রেন্ট অর্থাৎ ইয়ার্ডে রাখার ভাড়া মওকুফ করা হবে। তবে, এরপর ডেলিভারিতে সেই সুবিধা পাওয়া যাবে না। সেক্ষেত্রে শতভাগ ভাড়া প্রয়োজ্য হবে।

এরআগেও অনুরূপ সুবিধা দেয়া হয়েছিল। গত ৫ এপ্রিলের এক ঘোষণায় সমূদয় ভাড়া মওকুফ করার ঘোষণা দেয়া হয়। তবে, তাতে তেমন সাড়া মেলেনি। পরিবহন সংকটের কারণে সেই সুযোগ তেমন নিতে পারেননি আমদানিকারকরা।