Home আন্তর্জাতিক কম্বোডিয়ায় ৫ হাজার ভারতীয়কে দিয়ে সাইবার জালিয়াতি

কম্বোডিয়ায় ৫ হাজার ভারতীয়কে দিয়ে সাইবার জালিয়াতি

প্রতীকী ছবি

বিজনেসটুডে২৪ ডেস্ক

কম্বোডিয়ায়  জোর করে আটকে রাখা হয়েছে প্রায় ৫ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে । কাজের লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার পর তাঁদেরকে দিয়ে করানো হচ্ছে মারাত্মক সাইবার জালিয়াতি ।

ডেটা এন্ট্রির  কাজ দেওয়ার টোপ দিয়ে প্রচুর ভারতীয় নাগরিককে বিগত কয়েক মাস ধরে কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছোবার পরই তাঁদের থেকে কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। এরপর তাঁদেরকে দিয়ে জোর করে ভারতীয় নাগরিকদের উপরেই সাইবার হানার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ।

এখনও পর্যন্ত বিগত কয়েক মাসে ভারতীয়দের প্রায় ৫০০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে খবর। কম্বোডিয়ায় আটকে থাকা বেশিরভাগই দক্ষিণ ভারতের বাসিন্দা। সম্প্রতি কম্বোডিয়া থেকে দেশে ফিরতে পেরেছেন সেখানে আটকে থাকা বেঙ্গালুরুর তিন বাসিন্দা। গত বছর সাইবার প্রতারণার সিন্ডিকেট ফাঁস করে ৮ জনকে গ্রেপ্তার করেছিল রৌরকেলা পুলিশ। সেই তালিকায় থাকা দু’জনকে সম্প্রতি আটক করা হয়েছে হায়দরাবাদ বিমানবন্দর থেকে। কম্বোডিয়া থেকে দেশে ফেরার পরই তাঁদের আটক করা হয় বলে খবর।