বিজনেসটুডে২৪ প্রতিনিধি
দিনাজপুর: উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহে ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য প্রস্তুত রয়েছে। এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত। আয়োজকরা জানান এবার এখানে এক সঙ্গে ৬ লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজের ব্যবস্থা থাকবে। সে জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের যাতায়াতের জন্য দেয়া হয়েছে দুইটি বিশেষ ট্রেন।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ্ মাঠে সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এখানে এক সাথে ঈদুল ফিতরের নামাজ পড়তে পারবে ৬ লক্ষাধিক মুসল্লি। ২২ একর জায়গা জুড়ে বিশাল এই ঈদগাহ্ ময়দানের মূল আকর্ষণ ৫০গম্বুজ সমৃদ্ধ মিনার। এছাড়াও দুই ধারে ২টি মিনার ৬০ফুট, মাঝের দুটি মিম্বর ৫০ফুট এবং প্রধান মিম্বরের উচ্চতা ৫৫ফুট। এই সব মিনার আর গম্বুজের প্রস্থ হলো ৫১৬ফুট।
মিনারের এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ভীড় করেন হাজারো দর্শনার্থী। শুধু দিনাজপুর নয় দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসে এখানে। ঐতিহাসিক এই ঈদগাহ্ মাঠে নামাজ আদায়ের জন্য উচ্ছ্বসিত মুসল্লিরা। পাশাপাশি তারা বলছেন বড় জামাতে নামাজ আদায়সহ দুইহাত তুলে দোয়া করলে ফজিলত রয়েছে অনেক।