বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ব্রা্হ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জানাযায় ব্যাপক জনসমাগমে করোনার ঝুঁকি তৈরি হওয়ায় ৭ গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
করোনা ঝুঁকির মধ্যে ব্যাপক জনসমাগম হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ এএসপি সার্কেলকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আদেশে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করে নেওয়া কর্মকর্তারা হলেন, সরাইল থানার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটু এবং ওসি (তদন্ত) নূরুল হক।
ঘটনা তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৭ টি গ্রামকে লক ডাউন করা হয়েছে। এসব গ্রামেরবাসিন্দাদের হোমকোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক প্রচারণা ও চালানো হয়েছে। আগামী ১৪ দিন তারা হোমকোয়ারেন্টাইনে থাকবে।