বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঠাকুরগাঁও: আদালত প্রাঙ্গণে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। সোমবার ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দুপুরে রিমান্ড শুনানি ও জামিনের জন্য মাজহারুল ইসলামকে সুজনকে আদালতে হাজির করা হয়। আদালত থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন উত্তেজিত জনতা। পরে দ্রুত প্রিজন ভ্যানটি ছেড়ে যায়।
এ সময় পুলিশের নিরাপত্তা ভেঙে তার ওপর হামলার চেষ্টা করেছে সেখানে উপস্থিত একদল মানুষ। একইসাথে তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগানও দিতে দেখা যায় তাদের।
আদালতে বিচারক রমেশ কুমার ডাগা মাজাহারুল ইসলাম সুজনের রিমান্ড নামঞ্জুর ও জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন।
এদিকে আদালতে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা জয়বাংলা স্লোগান তুলে কোর্ট চত্বরে বিশৃংখলা সৃষ্টি করলে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এসময় বাদী পক্ষের আইনজীবী সোহরাব হোসেন জানান, হত্যা মামলার আসামী হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে তোলা হয় আদালতে । আজ রিমান্ডের শুনানী ছিল। আদালত সন্তুস্ট হয়ে ন্যায় বিচারের স্বার্থে রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।