বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আগামী ৩ নভেম্বর রবিবার শপথ চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেনের শপথ। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে সিটি কর্পোরেশনকে।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে: রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন।
এ ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত কোনো জটিলতা আছে কিনা তা জরুরি ভিত্তিতে জানানোর অনুরোধ করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাহাদাত হোসেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন। কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশের পর যথারীতি শপথ গ্রহণ ও প্রায় সাড়ে তিন বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন । গত ১ অক্টোবর ওই মামলার রায়ে আদালত নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল বাতিল এবং শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিবকে গেজেট প্রকাশেরও আদেশ দেন।
৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।