Home আন্তর্জাতিক নিহতের সংখ্যা গোপন করছেন নেতানিয়াহুঃ লাপিদ

নিহতের সংখ্যা গোপন করছেন নেতানিয়াহুঃ লাপিদ

ছবি সংগৃহীত

তেল আবিব, ৩০ অক্টোবরঃ ইসরাইল-হামাস চলমান যুদ্ধে ইসরাইলি সেনাদের নিহতের সংখ্যা গোপন করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিহতের সঠিক সংখ্যা সামনে আনা হচ্ছে না বলে অভিযোগ তুলল বিরোধীরা।

সোমবার ইসরাইলের বিরোধী দলনেতা ইয়াইর লাপিদ বলেন, গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২ হাজারের বেশি সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লাপিদের দাবি, “১১ হাজার সেনা আহত হয়েছে এবং ৮৯০ জন নিহত হয়েছে।” যদিও ইসরাইলি সরকারের বলেছে, চলমান যুদ্ধে ৭৭২ জন সেনা নিহত হয়েছে এবং প্রায় ৫ হাজার ১০০ সেনা আহত হয়েছে। বিরোধী নেতা জোর দিয়ে বলেছে, সরকার সেনাদের নিহত ও আহতের সঠিক সংখ্যা গোপন করছে। তাঁর পরিসংখ্যানগুলিই ‘সঠিক’। সতর্ক করে লাপিদ বলেছে, নেতানিয়াহুর সরকার ‘কিছু না করলে’ হতাহতের সংখ্যা আরও বাড়বে।

এদিকে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে সামরিক অভিযানে নিহত হয়েছেন আরও চার ইসরাইলি সেনা বলে ঘোষণা করেছে আইডিএফ। নিহতরা হলেন, ইহোনাতান জনি কেরেন (২২), স্টাফ সার্জেন্ট নিসিম মেইতাল (২০), স্টাফ সার্জেন্ট আভিভ গিলবোয়া (২১), স্টাফ সার্জেন্ট নাওর হাইমভ (২২)। ওই চার সেনা ‘ঘোস্ট’ ইউনিট বা অভিজাত মাল্টিডোমেইন ইউনিটের সঙ্গে লড়াই করছিল। ঠিক কীভাবে ওই চার সেনা নিহত হয়েছেন সেবিষয়ে কিছুই জানায়নি আইডিএফ।

এদিকে রাষ্ট্রসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবের সত্ত্বেও গাজায় সামরিক অভিযান দ্বিগুণ করেছে ইসরাইল। হামাসের মতে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে এপর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি।