Home পরিবেশ একা একা কথা বলে নির্বান্ধব ডলফিন

একা একা কথা বলে নির্বান্ধব ডলফিন

বিজ্ঞানীরা ডিল্লে নামে এই ডলফিনটিকে পর্যবেক্ষণ করতে থাকেন

‘যা দেখি, যা শুনি, একা একা কথা বলি।’ সুনীল গঙ্গোপাধ্যায়ের নানান বিষয় নিয়ে দৃষ্টিভঙ্গির গুচ্ছ লেখার একটি সংকলন। এই একা একা কথা বলার ঘোড়ারোগ অনেকের মধ্যেই আছে। নিঃসঙ্গ, নির্বান্ধব জন একা একা কথা বলেন। কিন্তু তাই বলে ডলফিনও একা একা কথা বলবে? বলতে পারে? কারা শুনতে পেল একাকী পুরুষ সেই ডলফিনের মনের কথা কী?

এক গবেষকদল সম্প্রতি বাল্টিক সাগরে এমনই এক একাকী ডলফিনের সন্ধান পেয়েছেন। বটলনোজ প্রজাতির এই ডলফিনের জীবনের দুঃখ খুবই মর্মান্তিক। তার পরিসরে অন্য কোনও বন্ধু বা বান্ধবী ডলফিন নেই। তাই সে একা একা কথা বলে সময় কাটায়!

তবে এই গবেষণায় আরেকটি আশ্চর্যের বিষয় ধরা পড়েছে, তা হল সাধারণত বাল্টিক সাগরে বটলনোজ ডলফিন দেখা যায় না। আরও একটি বিষয় বিজ্ঞানীদের চোখ কপালে তুলেছে। সেটি হল ডলফিন অত্যন্ত সামাজিক জলজীব। তারা একসঙ্গে ঝাঁকে থাকে, যাতে কয়েকশো ডলফিন এক বিস্তৃত জলনগরীতে বাস করে।

ডলফিনের ঝাঁক একটি জটিল সামাজিক গোষ্ঠী তৈরি করে। তারা দল বেঁধে শিকার করে। জীবন কাটায়। সেখানে একটি ডলফিনের নিঃসঙ্গভাবে কাটানো কিছুটা অত্যাশ্চর্য তো বটেই! আর সেই একাকী ডলফিনই বাসা বেঁধেছে ডেনমার্কের এসভেন্ডবোর্গসুন্ড খাঁড়িতে। যেখান থেকে এক জলজ এই প্রাণীর এক অদ্ভুত জীবনকাহিনি সামনে এসেছে বিজ্ঞানীদের।

প্রায় পাঁচ বছর আগে স্থানীয়রা খাঁড়িতে প্রথম একটি পুরুষ বটলনোজ ডলফিনকে দেখতে পান। সমুদ্র জীববিজ্ঞানীরা যখন সেই ডলফিনের কথা জানতে পারেন, তাঁরা আশ্চর্য হয়ে যান এই ভেবে যে, এ জাতীয় ডলফিন এখানে কীভাবে পাওয়া গেল? তাঁরা এ নিয়ে গবেষণা শুরু করেন। বিজ্ঞানীরা ডিল্লে নামে এই ডলফিনটিকে পর্যবেক্ষণ করতে থাকেন এবং জলে একটি মাইক্রোফোন নামিয়ে নিরীক্ষণ শুরু করেন সে আদৌ কোনও শব্দ করছে কিনা।

বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেন যে, কথা বলার কোনও সঙ্গী না থাকা সত্ত্বেও ডিল্লে নামে ডলফিনটি চুপ করে থাকছে না। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা ডলফিনটির ১০,৮৩৩টি শব্দ শুনতে পাওয়া যায়। তাঁরা আরও দেখেন, ডলফিনরা যখন নিজেদের মধ্যে বার্তা বিনিময় করে সেরকম আওয়াজও ভেসে আসছে। যার ভিত্তিতেই তাঁরা এই সিদ্ধান্তে আসেন যে, সে একা একা কথা বলে।

শুধু তাই নয়, বিজ্ঞানীরা এও দেখেছেন, ডলফিনরা সাধারণত পাড়ে বা সমুদ্রে কোনও মানুষ থাকলে আওয়াজ করে থাকে। কিন্তু, সম্পূর্ণ ফাঁকা জনমানুষহীন অবস্থাতেও সে নিজে নিজে শব্দ করছে। ফলে তার একা কথা বলার তত্ত্বটি আরও দৃঢ় হয় বিজ্ঞানীদের। বিজ্ঞান সংক্রান্ত একটি ওয়েবসাইট পিএইচএস ডট ওআরজি লিখেছে, বিজ্ঞানীদের মতে, সম্ভব যে তার এই আওয়াজগুলি আবেগের বহিঃপ্রকাশ হতে পারে। যেমন মানুষ অনেক সময় একলা থাকলে নিজে নিজে হাসতে থাকে, বলেছেন বিজ্ঞানীরা।

ডিল্লে প্রায় তিন বছর এই খাঁড়িতে থেকে ২০২৩ সালের ৮ এপ্রিল এখান থেকে চলে যায়। এই খাঁড়ি থেকে ৩০ কিমি উত্তরে নাইবর্গে চলে গিয়েছে সে। তারপরেই তাকে জার্মানির ট্রাওয়েমুন্ডে-তে দেখা যায়। সেখানে তিন সপ্তাহ ছিল। তারপর থেকে তাকে জার্মান বাল্টিক উপকূলের আনাচেকানাচে দেখা যেত।