Home স্বাস্থ্য শীতে ত্বকের যত্ন নিতে হবে যেভাবে

শীতে ত্বকের যত্ন নিতে হবে যেভাবে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:

শীত আসার সঙ্গে সঙ্গে রুক্ষ হয়ে যাচ্ছে ত্বক? শুকিয়ে যাচ্ছে চামড়া? তাহলে এই সময় অন্তত ত্বকের যত্ন নিতে হবে। যার প্রথম পদক্ষেপ হল ভাল করে মুখ ধুয়ে নেওয়া। ত্বক পরিষ্কার করা।

 

 

 

১/৬

অনেকেই শীতে ত্বক রুক্ষ হয়ে যাওয়ার ভয়ে সাবান জাতীয় কিছু মুখে লাগান না। জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নেন। এতে বাড়তে পারে সমস্য়া। ধুলো মুখে থেকে গিয়ে হতে পারে বিপত্তি। বেরতে পারে ব়্যাশও।

 

২/৬

বিশেষজ্ঞরা বলছেন, শীতে মুখে ক্রিম মাখার আগে অবশ্যই মুখ ভাল করে ধুয়ে নিন। এর জন্য কী ধরনের ফেস ওয়াশ ব্যবহার করবেন? বলছেন তাঁরাই।

 

৩/৬

অয়েলি স্কিন যাঁদের রয়েছে, তাঁরা স্যালিসিলিক অ্যাসিড, গ্রিন টি বা টি ট্রি অয়েল রয়েছে এমন ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে তাতে সালফেট যেন না থাকে। অর্থাৎ সালফেট ফ্রি ফেস ওয়াশ শীতে ব্যবহার করা উচিত।

 

৪/৬

যাঁদের ত্বক ভীষণ রুক্ষ, তাঁরা হায়লুরোনিক অ্যালিড, গ্লিসারিন, সেরামাইড রয়েছে এমন ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। যাঁদের ত্বক ভীষণ শুষ্ক ও রুক্ষ, তাঁরা দিনে একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন।

 

৫/৬

আর যাঁদের কম্বিনেশন স্কিন, তাঁরা এই শীতে ত্বকের অবস্থা বুঝে ফেস ওয়াশ বেছে নিন। যখন অয়েলি থাকবে তখন অয়েলি স্কিনের জন্য উপযুক্ত ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন আর যখন খুব শুষ্ক হয়ে যাবে তখন গ্লিসারিন রয়েছে এমন কোনও ফেস ওয়াশ বেছে নেবেন।

 

৬/৬

সেনসিটিভ স্কিনের লোকজনকে অবশ্যই বুঝেশুনে ফেস ওয়াশ বেছে নিতে হবে। ক্যামোমাইল, গ্রিন টি, অ্যালোভেরা রয়েছে এমন উপাদান থাকলে ভাল।