বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নাসরিন আক্তার নিপুণ । অধিক পরিচিতি অভিনেত্রী নিপুণ হিসেবে। পাসপোর্টে নাম রয়েছে নাসরিন আক্তার। পাসপোর্টে স্থায়ী ঠিকানা ঢাকার বনানী উল্লেখ রয়েছে। শুক্রবার সিলেট হয়ে লন্ডন যেতে গিয়ে ফেরত আসতে হয়েছে।
মুখে মাস্ক পরে বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করার এক পর্যায়ে তাকে চিনে ফেলেন ইমিগ্রেশন বিভাগের কর্মীরা। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ওই ফ্লাইটে তার যাত্রা বাতিল করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির মুখে তাকে আটকে দেওয়া হয়।বিমানের বিজি ২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ।
তার বিরুদ্ধে শিল্পীদের অভিযোগ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ এ নায়িকা। আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেছিলেন তিনি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন বলে অভিযোগ। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি।
২০০৬ সাল পর্যন্ত, নিপুন তার স্বামী এবং একটি মেয়ে তানিশার সাথে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। বর্তমানে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। নিপুণের প্রাক্তন স্বামী মুহাম্মদ সাজ্জাদ হোসেন অপু আগস্ট ২০২৪ এ অভিযোগ করেন নিপুণ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের রক্ষিতা।
তিনি ২০১৩ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ‘পরিচয়’ চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০০৬ সালে পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপোলি পর্দায় পা রাখেন।সাজঘর (২০০৭) এর জন্য ‘সেরা অভিনেত্রী’ এবং চাঁদের মত বউ (২০০৯) এর জন্য ‘সেরা পার্শ্ব অভিনেত্রী’ হিসেবে দু’বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পুরস্কার পান।