ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া ক্যাপশনে লেখেন, ‘প্রত্যেক বিপর্যস্তের জন্য আমার চিন্তা হচ্ছে। আশা করছি আজ রাত্রে আমরা সকলেই নিরাপদে থাকব’। প্রিয়াঙ্কা চোপড়া এই দাবানলের ভিডিয়ো ক্লিপের পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন যেখানে একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে যার মাধ্যমে উদ্ধারকারীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এই মানুষদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে প্রিয়াঙ্কা লেখেন, ‘সাহসী এই মানুষদের জন্য চিৎকার করতে ইচ্ছে করছে। সারা রাত ধরে অমানুষিক এই শ্রমের জন্য অনেক ধন্যবাদ। বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অজস্র ধন্যবাদ।’ তাঁর বাড়ির দিকেই আগুন এগিয়ে আসছিল ক্রমশ। সারারাত ধরে উদ্ধারকার্য চলেছে, আগুন আয়ত্তে এসেছে অনেকটাই।
প্রিয়াঙ্কা চোপড়া এখন আমেরিকাবাসী। বিগত কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলেসে নিক জোনাসের সঙ্গে ঘরকন্না পেতেছেন তিনি। পাশাপাশি হলিউডেও তিনি বেশ পরিচিত মুখ। বুধবার রাতে তার বেভারলি হিলসের বাংলো বাড়ির বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী, তা দেখে শিউরে উঠতে হয়! দাউদাউ করে জ্বলছে সর্বত্র। বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই তার প্রার্থনা, ‘রাতে যেন আমরা সবাই সুরক্ষিত থাকি।’
এদিকে এই আতঙ্কের মধ্যেই নতুন একটি সুখবর পেলেন প্রিয়াঙ্কা। আসন্ন অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অনুজা’। সিনেমাটির নির্বাহী প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। একটি নয় বছর বয়সী মেয়ের গল্প উঠে এসেছে এই সিনেমায়। মেয়েটি তার বড় বোন পলকের সঙ্গে একটি গার্মেন্টস কারখানায় কাজ করে। সে এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হয়, যা তার ভবিষ্যৎ এবং পরিবার, উভয়কেই প্রভাবিত করে।
এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘সিনেমাটি এমন একটি বিষয়ের ওপর নির্মিত, যা বিশ্বজুড়ে লাখ লাখ শিশুকে প্রভাবিত করবে।