Home আইন-আদালত সৌদি আরবে আর বেত্রাঘাত নয়

সৌদি আরবে আর বেত্রাঘাত নয়

বিজনেসটুডে২৪ ডেস্ক

সৌদি আরবে বেত্রাঘাত বন্ধ করা হয়েছে। আর কাউকে শাস্তি দেওয়ার জন্য বেত মারা হবে না।

শুক্রবার এমনই ঘোষণা করেছে সৌদি আরবের শীর্ষ আদালত। এপ্রিলেই স্থির হয়েছে, বেত্রাঘাতের বদলে কারাদণ্ড দেওয়া হবে। অথবা আদায় করা হবে জরিমানা। কোনও কোনও ক্ষেত্রে জেল ও জরিমানা দু’টোই হতে পারে।

শীর্ষ আদালত জানিয়েছে, বাদশাহ সলমনের নির্দেশে ও যুবরাজ মহম্মদ বিন সলমনের তত্ত্বাবধানে দেশে মানবাধিকার সংক্রান্ত কয়েকটি আইন সংশোধন করা হয়েছে। তখনই বন্ধ করা হয়েছে বেত মারা।

সৌদি আরবে একাধিক অপরাধে বেত মেরে শাস্তি দেওয়া হত। কাউকে প্রকাশ্যে মাতলামি করতে দেখা গেলে অথবা অপরকে হেনস্থা করলে বেত মারার শাস্তি দেওয়া হত।

সৌদি আরবের মানবাধিকার সংস্থার সভাপতি আওয়াদ আলাওয়াদ বলেন, দেশে মানবাধিকার রক্ষার লক্ষ্যে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি আরবে চুরির জন্য হাত কেটে নেওয়া হয়। খুন অথবা সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত হলে শিরচ্ছেদ করা হয়। এই নিয়মগুলি এখনও বদলায়নি। তবে বেত মারা বন্ধ করার জন্য সৌদি আরবকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। হিউম্যান রাইটস ওয়াচের পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা বিভাগের ডেপুটি ডিরেক্টর অ্যাডাম কুগলি বলেন, “অনেকদিন আগেই সৌদি আরবের বিচার ব্যবস্থায় সংস্কার করা উচিত ছিল। সেখানকার অন্যায্য বিচারব্যবস্থার আরও পরিবর্তন হওয়া উচিত