Home আন্তর্জাতিক রকেট নয়, উন্নতমানের ভেন্টিলেটর নাসার

রকেট নয়, উন্নতমানের ভেন্টিলেটর নাসার

বিজনেসটুডে২৪ ডেস্ক

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার রকেট নয়, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় তৈরি করলো উন্নতমানের ভেন্টিলেটর ।

সাধারণ ভেন্টিলেটরের থেকে প্রযুক্তিতে অনেকটাই আধুনিক, নাসার এই ‘ভাইটাল’ (VITAL) ভেন্টিলেটরের প্রোটোটাইপের ট্রায়াল ইতিমধ্যেই হয়ে গেছে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর সবুজ সঙ্কেত পেলেই এই ভেন্টিলেটর পৌঁছে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি করোনাভাইরাস চিকিৎসা হাসপাতালে।

দক্ষিণ ক্যারোলিনায় নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরিতে (জেপিএল) এই ভেন্টিলেটর বানিয়েছেন ইঞ্জিনিয়াররা। ভাইটাল অর্থাৎ ‘ভেন্টিলেটর ইন্টারভেনশন টেকনোলজি অ্যাকসেসিবল লোকালি’ ।

জেপিএলের ডিরেক্টর মাইকেল ওয়াটকিনস বলেছেন, “আমরা স্পেসক্রাফ্ট বানাতে পারি। মেডিক্যাল ডিভাইস এই প্রথম বানালাম। আমাদের ইঞ্জিনিয়াররা মাত্র ৩৭ দিনে এমন উন্নতমানের ভেন্টিলেটরের প্রোটোটাইপ বানিয়ে ফেলেছে।  এই ভেন্টিলেটরের ট্রায়াল হয়েছে মাউন্ট সিনাই হাসপাতালে। মাইকেল বলেছেন, এফডিএ-র অনুমোদন পেলেই ভেন্টিলেটর ডেলিভারি করা শুরু হবে। এই ভাইটাল ভেন্টিলেটরের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে মাউন্ট সিনাইয়ের হিউম্যান সাইমুলেশন ল্যাবের অ্যানেস্থেসিওলজি বিভাগে। কৃত্রিম ফুসফুস তৈরি করে ভেন্টিলেটরের ক্ষমতা যাচাই করা হচ্ছে।